• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৮:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০৮:৪৪ পিএম

আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব না : খসরু

আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব না : খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

আন্দোলন-সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে কৃষক দল আয়োজিত ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮-তম শাহাদত বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বড় ধরনের আন্দোলনের প্রস্তুতি নিন। কারণ আইনী প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভব নয়। আর সরকারের যে মনোভাব তাতে আন্দোলন সংগ্রাম ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না। বেগম জিয়াকে মুক্ত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়।

খসরু বলেন,  যে দেশের কৃষক তার ফসলের দাম পাবে না, সে দেশে কখনো উন্নয়ন হবে না। আর বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমদানির চাইতে রফতানি বেশি হয়েছে। কিন্তু আজ কৃষক তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে ফসলে আগুন দিচ্ছে। কারণ উৎপাদন খরচ না পাওয়ায় কৃষকের মাঝে এখন হাহাকার দেখা যাচ্ছে। তাই আমাদেরকে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। 

আয়োজক সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু'র সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম প্রমুখ।

টিএস/টিএফ