• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৯, ২০১৯, ০৬:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০১৯, ০৬:৩৩ পিএম

১ জুন সিপিবির শোক

জাফর আহমেদের প্রতি কমরেডদের শেষ শ্রদ্ধা

জাফর আহমেদের প্রতি কমরেডদের শেষ শ্রদ্ধা
সিপিবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ- ছবি: জাগরণ

পুষ্পমাল্য অর্পণের মধ্য সিপিবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদকে শেষ শ্রদ্ধা জানালেন বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী-পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তিবর্গ। 

মঙ্গলবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। এদিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সিপিবি’র প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবু জাফর আহমেদের লাশ গতকাল সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে রাখা হয়। এসময় সমবেত আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে সৈয়দ আবু জাফর আহমেদকে তার প্রিয় পার্টি অফিস থেকে শেষ বিদায় জানানো হয়। পরে লাশের গাড়ীবহর তার জন্মভূমি মৌলভীবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা থেকে প্রয়াত নেতার অন্তিমযাত্রার সঙ্গী হয়েছেন। 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সৈয়দ আবু জাফর আহমেদ অত্যন্ত বিনয়ী ও সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। কিন্তু আদর্শ ও নীতির প্রশ্নে ছিলেন বর্জ্য কঠোর মনোভাবাপন্ন। 

তিনি আরও বলেন, বিলোপপন্থীদের পার্টি ধ্বংসের চেষ্টা মোকাবেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি বলয় গড়ে তোলার কাজে সিপিবির শীর্ষ নেতা হিসেবে কমরেড আবু জাফর আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং চারিত্রিক দৃঢ়তার কারণে পার্টির নীতি ও আদর্শ এবং রাজনৈতিক লাইন বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আপসহীন ও ধারাবাহিক ভূমিকা পালনে সক্ষম হয়েছেন। সিপিবি প্রয়াত নেতা সৈয়দ আবু জাফর আহমেদের লড়াইয়ের রক্ত পতাকাকে উর্ধ্বে তুলে রাখবে এবং তার শোষণমুক্তি অভিমুখী সংগ্রামকে অগ্রসর করে নেবে। 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাসদ’র সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এবং সিপিবি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। উপস্থিত ছিলেন- সিপিবি’র প্রাক্তন সভাপতি মনজুরুল আহসান খান, শহীদুল্লাহ চৌধুরী, বর্ষীয়ান রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, বাংলদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য নূহ-উল-আলম লেনিন, সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া প্রমুখ। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে প্রবাসে অবস্থানরত স্বজনদের দেশে ফেরার অপেক্ষায় আগামী ১ জুন পর্যন্ত সৈয়দ আবু জাফর আহমেদের লাশ মৌলভীবাজারে স্থানীয় হাসাপাতালের হিমাগারে রাখা হবে। ওই দিন মৌলভীবাজার শহরে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে তার দাফন কাজ সম্পন্ন করা হবে। সিপিবি আগামী ১ জুন সৈয়দ আবু জাফর আহমেদের মৃত্যুতে শোক দিবস ঘোষণা করেছে। ঐদিন সারাদেশে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালোব্যাজ ধারণ, শোকসভা, প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানাবিধ কর্মসূচি পালিত হবে। 

টিএস/টিএফ