• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ০৮:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০১৯, ০৮:৩২ পিএম

এরশাদকে দাফনের স্থান নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

এরশাদকে দাফনের স্থান নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার
হুসেইন মুহম্মদ এরশাদ - ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে দাফনের স্থান নিয়ে সিদ্ধান্ত হবে আগামী মঙ্গলবার (১৬ জুলাই)। এদিন দলের উচ্চ পর্যায়ের নেতারা বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা রোববার (১৪ জুলাই) বিকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

এদিন সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদের স্ত্রী রওশন এরশাদ বলেন, এরশাদের শেষ ইচ্ছা ছিল তাকে সামরিক কবরস্থানে যেন দাফন করা হয়। তার ইচ্ছা অনুযায়ী ঢাকায় সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কিন্তু দলের নেতাকর্মীরা এ সিদ্ধান্ত নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি- এরশাদকে যেন উন্মুক্ত স্থানে কবর দেয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, নেতাকর্মীদের দাবি অনুয়ায়ী এরশাদের দাফন কোথায় হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে তিনি চেয়েছেন সেনাবাহিনীর কবরস্থানেই তাকে দাফন করা হোক। কিন্তু দলীয় নেতাকর্মীদের দাবিকে প্রাধ্যান্য দিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরএম/এফসি

আরও পড়ুন