• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৫:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৫:৪৯ পিএম

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সমন্বয়হীনতা রয়েছে : সাইফুল হক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সমন্বয়হীনতা রয়েছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গুরুতর সমন্বয়হীনতা ও অকার্যকারিতা রয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জরুরি ভিত্তিতে সমন্বয়হীনতা দূর করে কার্যকরী পদক্ষেপ নেবার দাবি জানান। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে তিনি এ  অভিযোগ করেন। 

সাইফুল হক বলেন, এ পরিস্থিতি চলতে থাকলে ডেঙ্গু জ্বর ও মৃত্যুর ঘটনা আগামী কয়েক সপ্তাহে আরো আশংকাজনকভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃতি পাবে। আর এজন্য দায় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা দুই সিটি করপোরেশন,সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ।  মশক নিধনকারী ওষুধসহ তাদের পদক্ষেপসমূহের অকার্যকারিতা ক্রমে পরিস্থিতির অবনতি ঘটছে এবং লাখ লাখ মানুষ নিদারুন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে নিপতিত হচ্ছে। তিনি এই পরিস্থিতি উত্তরণে সমন্বয়হীনতা দূর করে জরুরি ভিত্তিতে সমন্বিত ও কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।  

একই সঙ্গে তিনি বানভাসি লাখ লাখ মানুষের কাছে দ্রুত পর্যাপ্ত খাদ্য, নগদ টাকা ও ত্রাণসামগ্রী পৌঁছাতে সরকারের প্রতি দাবি জানান তিনি। 

টিএস/বিএস