• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০২:৫৬ পিএম

পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠক: আব্দুর রহমান  

পাকিস্তান দূতাবাসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠক: আব্দুর রহমান  
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান

 

নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের দূতাবাসে বিএনপি মহাসচিব গোপন বৈঠক করছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ। যা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলেও অভিযোগ দলটির।  

রোববার (০৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। 

তিনি বলেন, নির্বাচনের মাসে পাকিস্তানের দূতাবাসে বিএনপি মহাসচিবের গোপন বৈঠক নির্বাচন বানচালের ষড়যন্ত্র।বিজয়ের মাসে পাকিস্তান দূতাবাসে যাওয়া ষড়যন্ত্রের আভাস বলেও মন্তব্য করেন তিনি।
 
আব্দুর রহমান বলেন, বিএনপি মনোনয়ন ভাগাভাগির মাধ্যমে আবারো প্রমাণ করেছে বিএনপির সঙ্গে ঐক্যফ্রন্টের নয় মূল গাটছড়া জামায়াতের। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মনোনয়ন বাণিজ্যকে অপসংস্কৃতি আখ্যায়িত করে  তিনি বলেন, যা বিএনপি ধারণ করে, তা লালন করে। যার অংশ হিসেবে এই মনোনয়ন বাণিজ্য চলছে। প্রকাশ্যে এই মনোনয়ণ বাণিজ্য করছে বিএনপি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

এইচএস/বিএস