• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৬, ২০১৯, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৬, ২০১৯, ০৮:১৩ পিএম

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলছে বিএনপি: কাদের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলছে বিএনপি: কাদের
আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের- ছবি: জাগরণ

মিয়ানমার সরকার গত দুবছর ধরে সীমান্তে যে সুরে কথা বলেছে, সে সুরে বিএনপিও কথা বলছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

সোমবার (২৬ আগস্ট) বি‌কালে বঙ্গবন্ধু কৃ‌ষি‌বিদ প‌রিষদ আ‌য়ো‌জিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপল‌ক্ষে আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথা ব‌লেন।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া বলছে, প্রশংসা পাচ্ছে- শেখ হাসিনার ভূমিকা, সরকারের কূটনীতি আর বাংলাদেশে একটিমাত্র দল রীতিমত প্রতিনিয়ত উস্কানির সুরে, সেই মিয়ানমার সরকার যে উস্কানির সুরে কথা বলছে, যে কৌশলের আশ্রয় নিয়েছে, যাতে করে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে না নেয়।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘নিজেদের অপরাধের দায় উন্মোচিত হওয়ায়, অপরাধী হিসেবে নিজেদের স্বরূপ উন্মোচিত হওয়ায় এরা আরও বেপরোয়া হয়ে ওঠেছে। এরা আজ মিথ্যার বেসাতি করছে। এরা আজ বিষেদগার করছে। এদের কোনো রাজনীতি নেই। রাজনীতির পরিশুদ্ধ ভাষাও এরা ব্যবহার করতে ভুলে গেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দুইটি ট্র্যাজেডিতে, ১৫ আগস্ট আর ২১ আগস্টে তাদের সম্পৃক্ততা আর নতুন করে প্রমাণের দরকার নাই। আদালতে প্রমাণ হয়েছে, ইতিহাসের আদালতে প্রমাণিত হয়েছে, জনতার আদালতে এদের মুখোশ উন্মোচিত হচ্ছে। আগস্ট মাসে এদের মাথা খারাপ হয়ে যায়। কখন যে কি বলে আর কি করে বলা মুশকিল। অপরাধের শৃঙ্খলে আজকে এরা আবদ্ধ হয়ে পড়েছে, বন্দি হয়ে পড়েছে। সে জন্যই আজকে নানা বিষয়ে যখন যা খুশি, অসহায় ব্যর্থ রাজনীতিকের অসহায়ত্ব ঢাকতে প্রহসনমূলক প্রলাপ বকছে।’

তিনি বলেন, ‘তারা এখন নিজেদের অস্তিত্বের সংকটে পড়েছে। নিজের দলেই যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্রের সংকট আবিষ্কার করেছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম  বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

এএইচএস/টিএফ

আরও পড়ুন