• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ১০:২০ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ১০:২০ এএম

দেবর-ভাবির সমঝোতায় আপাতত ভাঙন ঠেকালো জাপা

দেবর-ভাবির সমঝোতায় আপাতত ভাঙন ঠেকালো জাপা
জি এম কাদের ও রওশন এরশাদ - ফাইল ছবি

দেবর-ভাবির রাজনৈতিক সমঝোতার মধ্যদিয়ে আপাতত ভাঙন ঠেকালো সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের গড়া দল জাতীয় পার্টি (জাপা)। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারিধারা ক্লাবে পার্টির দুই গ্রুপের দীর্ঘ বৈঠকে এ সমঝোতা হয়। 

দলীয় সূত্রে জানা যায়, দলের ভাঙন ঠেকাতে ও জাপাকে ঐক্যবদ্ধ রাখতে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়া দুই গ্রুপই কিছুটা ছাড় দিয়েছে। সেই ছাড়ের কারণে আপাতত ভাঙন থেকে রক্ষা পাওয়ার ইঙ্গিত দেখা দিয়েছে। সমঝোতার মধ্যে রয়েছে, আগামী কাউন্সিল না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রয়াত এরশাদের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের । জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পদ পাবেন দলের বর্তমান সিনিয়র কো-চেয়ারম্যান ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ। রওশন বর্তমানে সংসদে বিরোধীদলীয় উপনেতার পদে আছেন।

সমঝোতার মধ্যে আরও কিছু শর্ত রয়েছে। এর মধ্যে আছে- এরশাদের মৃত্যুতে শূন্য হয়ে পড়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাপা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এরশাদ-রওশন দম্পতির সন্তান সাদ এরশাদ। এদিকে জাপার একটি সূত্র জানায়, রংপুর-৩ উপ-নির্বাচনে এখনও জাপার প্রার্থী চূড়ান্ত হয়নি। এটা আলাপ-আলোচনার মধ্যদিয়ে দ্রুতই নির্ধারণ করা হবে।

সূত্র আরও জানায়, শনিবার রাতের ওই বৈঠকে দেবর ও ভাবির পক্ষের নেতারা দীর্ঘসময় আলোচনার পর এ সমঝোতায় আসেন। বৈঠকের অগ্রগতি সম্পর্কে রওশনপন্থী হিসেবে পরিচিত জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম জানান, সব বিষয়ে আমরা একটা ঐকমত্যে পৌঁছতে পেরেছি। 

বৈঠক সফল হয়েছে জানিয়ে দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি বলেন, ম্যাডাম রওশন এরশাদ ও জিএম কাদেরের যৌথ নেতৃত্বে জাতীয় পার্টি পরিচালিত হবে। জাতীয় পার্টির চলমান সংকট নিয়ে আলোচনা শেষে আমাদের মধ্যে সমঝোতা হয়েছে। 

জাপার আরেক প্রেসিডিয়াম সদস্য দৈনিক জাগরণকে জানান, দলটির আগামী কাউন্সিল না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের। 

জাপা সূত্র জানায়, আজ রোববার বেলা ১১টায় বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের সর্বশেষ অবস্থা তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সমঝোতার বিষয় তুলে ধরবেন। দুপুর ১টায় বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের নেতৃত্বে জাপার পার্লামেন্টারি বোর্ডের সভা হবে সংসদ ভবনে।
 
শনিবার রাতের সমঝোতা বৈঠকে রওশনপন্থি নেতাদের মধ্যে জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, সেলিম ওসমান এমপি ও এসএম ফয়সল চিশতী এবং জিএম কাদেরপন্থি নেতাদের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, সৈয়্দ আবু হোসেন বাবলা এমপি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দীন চৌধুরী উপস্থিত। বৈঠকে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উভয়পক্ষে সমন্বয়কের ভূমিকা পালন করেন।

টিএস/ এফসি

আরও পড়ুন