• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৯:২৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০১৯, ০৯:২৮ পিএম

‘চলমান অভিযানে পূর্ণ সমর্থন জানায় ১৪ দল’

‘চলমান অভিযানে পূর্ণ সমর্থন জানায় ১৪ দল’
মোহাম্মদ নাসিম - ফাইল ছবি

ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসভবনে এক অনানুষ্ঠানিক চা চক্রে এমন মন্তব্য করেন জোটের নেতারা। এসময় সারা দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। 

গত ১২ সেপ্টেম্বর মোহাম্মদ নাসিমের চোখে অপারেশন করা হয়। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন সপ্তাহ বিশ্রামে রয়েছেন। তাকে দেখতে জোটের নেতারা তার বাসায় যান বলে সূত্র জানায়।  

এসময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ন্যাপের ইসমাইল হোসেন, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ (একাংশ) কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে অভিযান চলছে তাতে ১৪ দল সন্তোষ প্রকাশ করে। এ অভিযান অব্যাহত রেখে সব পর্যায়ের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ১৪ দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যেকোনো সিদ্ধান্তে ১৪ দল পাশে থাকবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ক্যাসিনোসহ নানা অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। আমরা চাই এটা অব্যাহত থাকুক। 

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই অভিযান যেন থেমে না যায়। অভিযুক্ত কাউকে ছাড় দেয়া যাবে না।

এএইচএস/ এফসি

আরও পড়ুন