• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৮, ০১:৫৫ পিএম

বিদ্রোহীদের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

বিদ্রোহীদের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের  আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়ানোর আল্টিমেটাম দিয়েছে আওয়ামী লীগ। 

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে এ আল্টিমেটাম দেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে জানতে চাইলে নানক বলেন, ‘আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। কিছু প্রার্থী আছে যাদেরকে ১৭ ডিসেম্বরের মধ্যে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। তাদেরকে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করতে হবে। নতুবা আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিনিয়ত নয়াপল্টনে বসে মিডিয়ার সামনে মিথ্যাচার করে চলছে দাবি করে নানক বলেন, ‘রিজভীর অসংলগ্ন কথাবার্তা ও নির্লজ্জ মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে, যা শুনলে স্বয়ং ইবলিশ শয়তান ও লজ্জা পেতে পারে। আমরা বিএনপির নেতৃবৃন্দকে আহ্বান জানাই, মিথ্যাচারের পথ পরিহার করে সত্য ও সঠিক পথে ফিরে আসুন।’

বিএনপি মিথ্যাচার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করছে এমন অভিযোগ করে নানক বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে, দেশবাসী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চলছে। কিন্তু দেশবাসীর সঙ্গে আমরা লক্ষ্য করেছি, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা সকাল থেকে সারাদিন বিএনপি নেতৃবৃন্দ মিডিয়ার সামনে লাগাতারভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে।’
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

এএইচএস/বিএস