• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০১৯, ০২:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৫, ২০১৯, ০৩:২৫ পিএম

১৪ দলের চিঠির জবাব দেবেন মেনন

১৪ দলের চিঠির জবাব দেবেন মেনন

১৪ দলের চিঠির জবাব দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, ১৪ দলের অন্যতম নেতা রাশেদ খান মেনন। শুক্রবার (২৫ অক্টোবর) দৈনিক জাগরণকে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি ইতিমধ্যে কথা বলেছি। শিগগিরই চিঠির জবাব দিয়ে দেবো। তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি ১৪ দলে ছিল এবং এখনো আছে।’

এর আগে মেনন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করায় তার ব্যাখ্যা জানতে চেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে মেননের কাছে চিঠি পাঠানো হয়।

১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। গত শনিবার (২০ অক্টোবর) বরিশালে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে নির্বাচন নিয়ে যে বক্তব্য দেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ১৪ দলের দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের স্বাক্ষরিত এ চিঠিতে রাশেদ খান মেননের বক্তব্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

জেডএইচ/টিএফ

আরও পড়ুন