• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০১:৪২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০২:৩৯ পিএম

খোকাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে বিভিন্ন পেশার মানুষ

খোকাকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে বিভিন্ন পেশার মানুষ
শহীদ মিনাকে সাদেক হোসেন খোকার কফিনে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা- ছবি: কাশেম হারুন

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র,বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর)সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে।  

সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর তার মরদেহ নেয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ রাখা হয়।

শহীদ মিনাকে সাদেক হোসেন খোকার কফিনে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা- ছবি: কাশেম হারুন 

শহীদ মিনারে খোকার মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এক ব্যক্তি। তার নাম জাহাঙ্গীর আলম, শরিয়তপুরের বাসিন্দা বর্তমানে ঢাকার কল্যাণপুর বসবাস করেন। কান্নাজড়িত কন্ঠে বলেন,এমন ভাল মানুষটির সাথে শেষ কথাটা বলতে পারিনি। খোকা ভাই আমাকে আদর করে (জানু )নামে ডাকতেন। আর বলতেন পাগলামী করবিনা,ভালভাবে চলাফেরা করবি। তার কথা আমি পালন করেছি। তার স্মৃতিগুলো আমার মনে পড়ে, যখন নগরভবনে যেতাম অনেক দিন পর একবার দেখা করতাম। তিনি বলতেন কিরে  (জানু) তোকে ছোট একটা চাকরি দিতে চাই তুই করবি। বলেছি ভাই কি চাকরি। জবাবে ভাই বলেছিলেন,মশক নিধনকর্মী। আমি উত্তেজিত হয়ে বলে ছিলাম। আমি  লেখাপড়া জানা মানুষ আমাকে এতো ছোট চাকরি দিবেন। এই কথা বলার পরে আর তার সাথে দেখা করিনি। ২০০৩ সালের ডিসেম্বরে একদিন মনিরুল ইসলাম নামে এক ভাইকে দিয়ে আমাকে ডেকে নিয়ে বলেন, চেঁচামেচি করবিনা। আমি বলি শোন, নীরবে বসে শুনলাম। আদার করে চা খাওয়ায়ে বলেছে,চাকরি খুব কঠিন। তোকে একটা দোকানের ব্যবস্থা করে দিচ্ছি। জাহাঙ্গীর উত্তরে বলেন,আমি টাকা পাবো কোথায়। জবাবে খোকা বলেছিলেন, আমি টাকার ব্যবস্থা করবো। তার দেয়া দোকান দিয়ে আজও  ছেলে মেয়ে নিয়ে জীবিকা নিবাহ করছি। তার মৃত্যুর বিষয়টি আমি মানতে পারছি না। তাকে জুলুম করে দেশের বাহিরে পাঠানো হয়েছে। এভাবে নগরীর অনেক মানুষ তার জন্য কাঁদছে, বিশেষ করে, পুরান ঢাকার সারোয়ার,সাব্বির, এমরান, মানিক  মিলন।

শহীদ মিনাকে সাদেক হোসেন খোকার কফিনে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা- ছবি: কাশেম হারুন 

সাদেক হোসেন খোকার মরদেহ বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। বাদ জোহর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আছর মরহুমের বাসভবন থেকে মরদেহ ধূপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে এবং সেখানে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। খোকার অসিয়ত মোতাবেক জুরাইন কবরস্থানের বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে।  

শহীদ মিনাকে সাদেক হোসেন খোকার কফিনে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা- ছবি: কাশেম হারুন 

টিএইচ/বিএস 
 

আরও পড়ুন