• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২০, ০৮:১০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২০, ০৮:১০ পিএম

শৃঙ্খলা ভঙের দায়ে ৫ নেত্রীকে মহিলা ও শ্রমিক দল থেকে বহিষ্কার

শৃঙ্খলা ভঙের দায়ে ৫ নেত্রীকে মহিলা ও শ্রমিক দল থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সম্পাদক সেলিনা হাফিজ, যাত্রাবাড়ী থানা শাখার সহ সভাপতি মোসাম্মৎ হোসনে আরা হেনা, আদাবর থানা শাখার সহ সভাপতি আরমিন আকতার এবং কামরাঙ্গীরচর থানা শাখার সাধারণ সম্পাদক সেতারা বেগমকে মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সই করা অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী শ্রমিক দল উত্তরা পশ্চিম থানা শাখার যুগ্ম সম্পাদক মোসাম্মৎ সাজেদা খাতুনকে শ্রমিক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

টিএস/এসএমএম