• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০১:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৬, ২০২০, ০১:২৭ পিএম

খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে

খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে
খালেদা জিয়া ● ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাইকোর্টে পৌঁছানো হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার প্রতিবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

২৩ ফেব্রুয়ারি (রোববার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে মেডিকেল প্রতিবেদন চান হাইকোর্ট। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়।

হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সর্বশেষ মেডিকেল প্রতিবেদন পাওয়া গেলে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফের জামিন আবেদনের শুনানি শুরু হবে।

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কি না, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কি না এবং শুরু হলে কী অবস্থা তা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জেডএইচ/এসএমএম