• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২০, ১০:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২০, ১০:০৭ পিএম

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ 

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে সবজি বিতরণ 
সংগৃহীত ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে ঘরে আটকে পরা অসহায়, কর্মহীন মানুষদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (১৩ মে) রাজধানীর শান্তিনগরে বিনামূল্যে সবজি বিতরণ করেন সংগঠনের নেতবৃন্দ।

রাস্তার ওপরে টেবিলের ওপর সাজিয়ে রাখা হয় বিভিন্ন প্রকার শাকসবজি যেমন- মরিচ, আলু, ঢেঁড়স, পুঁইশাক, শসা, লাউ, কুমড়া, লেবু সহ আরও অনেক কিছু। যা কর্মহীন মানুষ বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী এখান সংগ্রহ নিয়ে যায় খাওয়ার জন্য।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ উপস্থিত ছিলেন।

দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, করোনাভাইরাস মহামারির শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা অসহায় কর্মহীন মানুষের পাশে আছি ও খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক তারিক সাঈদ বলেন, দরিদ্র ও দুঃস্থ অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি খবর পেলে নিরবে মধ্যবিত্তদের ঘরেও খাদ্যসামগ্রী ও ইফতার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। 

এএইচএস/এসএমএম