• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২০, ০৮:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২০, ০৮:৫৭ পিএম

শারীরিকভাবে ভালো নেই খালেদা জিয়া

শারীরিকভাবে ভালো নেই  খালেদা জিয়া
ফাইল ছবি

মানসিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও শারীরিকভাবে ভালো নেই বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া। চ্যানেল 24 কে দেয়া সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির আইনজীবী বলছেন, করোনার প্রকোপ কেটে গেলে খালেদার মামলাগুলো নিয়ে নতুন করে পদক্ষেপ নেয়া হবে।

করোনা পরিস্থিতির মধ্যেই গেল ২৪ মার্চ আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, দুই শর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়া হচ্ছে। যার একদিন পরই কারাগার থেকে ছাড়া পান খালেদা জিয়া। এরপর বঙ্গবন্ধু মেডিকেল থেকে সরাসরি গুলশানে নিজ বাসা ফিরোজায় ওঠেন তিনি।    

কারাগারে থাকার সময় বেগম জিয়ার উন্নত চিকিৎসা বিষয়ে যেমন তোড়জোড় ছিল, সেটি এখন আর নেই। তাহলে কি চিকিৎসা হচ্ছে না, বিএনপি চেয়ারপারসনের। কেমন আছেন তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, মানসিকভাবে শক্তিশালী থাকলেও শারীরিকভাবে একদমই ভালো নেই খালেদা জিয়া।

তিনি জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও তার চিকিৎসা প্রক্রিয়া শুরু হবে। তবে দেশের বাইরে নয়।

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব জানান, খালেদা জিয়ার সাজা হওয়া দুটি মামলাই উচ্চ আদালতে বিচারাধীন। সময় হলে, পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বিএনপি নেত্রীর কারামুক্তির শর্তের ৬ মাস শেষ হবে, আগামী ২৫ সেপ্টেম্বর।

এসএমএম