• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২০, ১০:৩৯ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০২০, ১০:৩৯ এএম

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

আজ ৩রা নভেম্বর। জেল হত্যা দিবস। এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সেনানী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে হত্যা করা হয়।

দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জেলহত্যা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।

জাগরণ/এমআর