• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ০৩:৪০ পিএম

মামুনুল হকের মুক্তি দাবি খেলাফত মজলিসের

মামুনুল হকের মুক্তি দাবি খেলাফত মজলিসের

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের মুক্তির দাবি করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 

রোববার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় দলটি। মামুনুল হক খেলাফত মজলিসের মহাসচিব।

বিবৃতিতে খেলাফত মজলিস নেতারা বলেন, রোববার আল্লামা মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। এভাবে রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। হয়রানি ও গ্রেপ্তার বন্ধ এবং আটকদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এর আগে রোববার দুপুর পৌনে ১টায় মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ। মামলাটি ২০২০ সালে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা হয়। মামুনুল এই মামলার এজাহারনামীয় আসামি।
 

আরও পড়ুন