• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০২১, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০২১, ০১:২৬ পিএম

বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবি

বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবি

চলতি বছর আসন্ন বাজেটে বেকারদের জন্য বিশেষ বরাদ্দসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব শক্তি।

মঙ্গলবার (১ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হচ্ছে- শিক্ষিত-প্রশিক্ষিত করোনাকালীন চাকরিচ্যুত ও বিদেশ ফেরত বেকার যুবকদের মধ্যে যারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে চায় তাদেরকে সহজ শর্তে সহজ কিস্তিতে বিনা সুদে কমপক্ষে ৫ লাখ টাকা ঋণ প্রদান করতে হবে।

বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশ পাঠাতে হবে, যাওয়ার পর কিস্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখতে হবে।

চাকরি করতে ইচ্ছুক বেকার যুবকদের জন্য সরকারি, আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদে তড়িৎ নিয়োগের ব্যবস্থা করতে হবে। করোনাকালীন চাকুরিচ্যুতদের অগ্রাধিকার দিতে হবে।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে। আবেদন ফি মওকুফ করতে হবে ও চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে।

মানবনবন্ধনে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বলেন, “বিভিন্ন সংগঠনের জরীপে দেশে বর্তমানে শুধু শিক্ষিত বেকার ৭৪ লাখ। এছাড়াও প্রশিক্ষিত চাকুরিচ্যুত, বিদেশ ফেরত সব মিলিয়ে প্রায় ৪ কোটি যুবক বেকার জীবন পার করছে। আমাদের ৪ দফা দাবিপূরণ হলে দেশের যুবকদের সমস্যা অনেকটাই লাঘব হবে।"

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল গ্রীণ পার্টি লিডার আলম চৌধুরী, ডেপুটি লিডার ইকবাল আমিন, কেবিনেট সদস্য, মীর মোজাম্মেল হোসেন মিলন, ডা. আব্দুর রাজ্জাক, আন্তনী ডি কস্তা, শামসুজ্জামান রাকিব, ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)’র আহ্বায়ক মুর্শিদুল হক, ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি আতিক হাসান রাজা, আপন খালিদ, আনসার।

আরও বক্তব্য রাখেন যুব শক্তির কেন্দ্রীয় নেতা মহিবুল্লাহ চৌধুরী, জিয়াউর রহমান, জামাল উদ্দিন রাসেল, ফেরদৌস জিন্নাহ লেলিন, এন. ইউ. আহমেদ, মারুফ সরকার, শহীদুল আলম, মোঃ রকি, মোহাম্মদ বিন আজিজ, সৌরভ হোসেন বেলাল।