• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৮, ০৮:৪৭ পিএম

ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত - কর্নেল অলি

ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত - কর্নেল অলি

 

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নিলে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জোটবদ্ধ হয়েই যাবে বলে জানিয়েছেন জোটের প্রধান সমন্বয়কারী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি ড. অলি আহমেদ।

শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাড়ে ৭ টায় শুরু হওয়া এ বৈঠক প্রায় এক ঘন্টা স্থায়ী হয়।

২০ দলীয় জোটের বৈঠকে সভাপতিত্ব করেন অলি আহমদ। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এছাড়া ছাড়া জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জামায়াতের আবদুল হালিম, বিজেপির আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের মাওলানা মুহাম্মদ ইসহাক, আহমেদ আবদুল কাদের, কল্যাণ পার্টির মে. জে.(অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির রেদোয়ান আহমেদ, জাগপার তাসমিয়া প্রধান, এনডিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ন্যাপের এমএন শাওন সাদেকী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নুর হোসেইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা মহিউদ্দিন ইকরাম প্রমূখ।
এছাড়া সদ্য ২০ দলে যুক্ত হওয়া পিপপলস পার্টি অব বাংলাদেশের আহ্বায়ক রিটা রহমান, জাতীয় জনদলের চেয়ারম্যান ইহসানুল হুদা, মাইনেরটি পার্টির সাধারণ সম্পাদক সুপ্রীতি কুমারও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কর্নেল অলি আহমদ বলেন, ‘নির্বাচনে যাবো কি যাবো না এ বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত হয়নি। জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে আলোচনা শেষে দুই দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত জাতির কাছে তুলে ধরা হবে।
অলি বলেন, ২০ দলীয় জোট নির্বাচনে গেলে কেউ নিজস্ব প্রতীকে কেউ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে। এলডিপি তাদের দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে।  আমরা নির্বাচনে যাব কিনা এটা নিয়ে আলোচনা করছি।
তিনি আরও বলেন,খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছিল সকলের জন্য সমান সুযোগ তৈরি করা হবে। কিন্তু এখনও বিএনপি নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এগুলোর সুষ্ঠু সমাধান দরকার।’

টিএস/জেডএস