• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১২:৩৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ১২:৩৮ এএম

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন

নৌকার মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা

নৌকার মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা
মেরিনা জাহান কবিতা ● সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মেরিনা জাহান কবিতা।

তিনি দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেয়া হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। 

শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সারাদেশের প্রায় সাড়ে আট’শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন ক্ষমতাসীন দলটি। 

কেন্দ্রীয় নেতারা বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সবাইকে দলীয় ফরম কেনার সুযোগ দিলেও মনোনয়নে প্রধান্য পাবে তৃণমূলের সুপারিশ। 

সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

মেরিনা জাহান কবিতা সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বোন। চয়ন ইসলামও এই উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। 

জাগরণ/এমএ

আরও পড়ুন