• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২, ১২:৫৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৬, ২০২২, ১২:৫৮ এএম

ঈদের পর জেলে যাচ্ছেন হাজি সেলিম

ঈদের পর জেলে যাচ্ছেন হাজি সেলিম
হাজি সেলিম ● ফাইল ফটো

জেলে যেতেই হচ্ছে আওয়ামী লীগ নেতা হাজি সেলিমকে।

সোমবার (২৫ এপ্রিল) তার সাজার রায় পৌঁছায় নিম্ন আদালতে।

সেখানে বলা হয়, তার হাতে সময় আছে ৩০ দিন। আর সব বিবেচনায় রায় মেনে নিয়ে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

হাজি সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ান ইলেভেনের মামলায় গেল বছর আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের সাজা বহাল রাখেন হাইকোর্ট। সেই রায়ের অনুলিপি সোমবার পৌঁছায় বিচারিক আদালতে। যেখানে তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, আত্মসমর্পণ না করে আপিল করতে পারবেন না হাজি সেলিম। দুদকের হয়ে এই মামলায় লড়ছেন আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি জানান, সেই সঙ্গে সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন হাজি সেলিম।

সোমবার রায় নিম্ন আদালতে পৌঁছানোর পরপরই পৌঁছে যায় হাাজ সেলিমের কাছেও। পরে তার আইনজীবী সাঈদ আহমেদ রাজা জানান, ঈদের পরই আত্মসমর্পণ করবেন হাাজ সেলিম। আইন মেনেই জেলে যাবেন তিনি। এরপর আপিল বিভাগে জামিন আবেদন করবেন।

এ মামলায় হাজি সেলিমের অর্থদণ্ডও বহাল রাখা হয়েছে।

জাগরণ/রাজনীতি/এসএসকে