• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ০১:৫১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০২২, ০১:৫১ পিএম

‘ইভিএম’ কিংবা ‘ব্যালটে’ কোনওটাতেই আপত্তি নেই : কাদের

‘ইভিএম’ কিংবা ‘ব্যালটে’ কোনওটাতেই আপত্তি নেই : কাদের
ফাইল ফটো ● ওবায়দুল কাদের

জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই ইভিএম-এ ভোট চায় আওয়ামী লীগ তবে নির্বাচন কমিশন চাইলে ব্যালটেও আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় বিএনপির শুক্রবারের ঢাকার গণমিছিল প্রসঙ্গে বলেন, ‘১০ ডিসেম্বরের মতো এদিনও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।’

বিএনপির কর্মী-সমর্থকরা নাশকতার চেষ্টা করলে আওয়ামী লীগও হাত গুটিয়ে বসে থাকবে না বলে সতর্ক করেন তিনি।

টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বড় ব্যবধানে হেরে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনও হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।’

জাগরণ/রাজনীতি/এসএসকে