• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০১৯, ১১:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০১৯, ১১:২৩ পিএম

সাকিবের সেঞ্চুরি সত্ত্বেও হারলো বাংলাদেশ 

সাকিবের সেঞ্চুরি সত্ত্বেও হারলো বাংলাদেশ 

বৃথা গেল বিশ্বকাপে সাকিব আল হাসানের প্রথম সেঞ্চুরি। বিশ্বসেরা অলরাউন্ডারের ইতিহাস গড়ার দিনে হেরে গেল বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে পয়মন্ত ভেন্যু কার্ডিফে বাংলাদেশের হার ১০৬ রানের বড় ব্যবধানে। 

আজ শনিবার (০৮ জুন) ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩৮৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৮ রানের মাথায় হারিয়ে বসে ইন-ফর্ম ওপেনার সৌম্য সরকারকে। জোফরা আর্চারের গতির কাছে পরাজিত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। 

সৌম্য ফিরে গেলে সাকিব আল হাসানকে নিয়ে সাবধানে ইনিংস মেরামতের কাজে লাগেন তামিম ইকবাল। তবে বিশ্বকাপে ধারাবাহিকভাবে বাজে শট খেলে আউট হওয়া তামিম এদিনও মার্ক উডের বলে অযাচিত শট খেলতে গিয়ে কাঁটা পড়েন। তবে তৃতীয় উইকেট জুটিতে মুশফিকুর রহিমকে নিয়ে ভালোই জবাব দিতে থাকেন সাকিব। 

স্বভাবসুলভ ভঙ্গিতে ব্যাট করে ৫৩ বলে তুলে নেন ওয়ানডেতে টানা চতুর্থ ফিফটি। তবে আগের ৬ ম্যাচে ৫ ফিফটি করে আউট হয়ে গেলেও সাকিব যেন পণ করে নেমেছিলেন ইতিহাসের পাতায় তুলবেনই। তাই হলো। মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি তুলে নেন তিনি। এর আগে অবশ্য উইকেটের অপর প্রান্তে দারুণ খেলতে থাকা মুশফিক বিদায় নেন ৪৪ রান করে। 

লিয়াম প্লাঙ্কেটের বলে জেসন রয়ের হাতে ধরা পড়েন তিনি। তবে ম্যাচ থেকে টাইগাররা পুরোপুরি ছিটকে পড়ে ৩৯তম ওভারে সাকিব বিদায় নিলে। ১২১ রান করে বেন স্টোকসের বলে বোল্ড হন সাকিব। 

এরপর মোসাদ্দেক হোসেন ঝড়ো ২৬ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ রান করে সাজঘরের পথ ধরলে কমে শুধু হারের ব্যবধানই। ইনিংসের শেষের দিকে বেন স্টোকসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ বল বাকি থাকতে ২৮০ রানেই থামে বাংলাদেশের ইনিংস। স্টোকস নেন ৩ উইকেট। এদিকে জোফরা আর্চারও পকেটে পোরেন ৩ উইকেট। 

এসএইচএস 
 

আরও পড়ুন