• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১১, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১১, ২০১৯, ০৪:৪৭ পিএম

বাংলাদেশ হকি দলের উপদেষ্টা কোচ বানসাল 

বাংলাদেশ হকি দলের উপদেষ্টা কোচ বানসাল 
অজয় কুমার বানসাল। ফটো : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় হকি দলের উপদেষ্টা কোচ হিসেবে ভারতের সাবেক কোচ অজয় কুমার বানসালকে নিয়োগ করা হবে। আগামী ১৫ আগস্ট ঢাকায় অজয় কুমার বানসাল আসার পর তার সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ হকি ফেডারেশন। 

অজয় কুমার বানসাল প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য চুক্তিবদ্ধ হবেন, পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানোর চেষ্টা করা হবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশের হয়ে অজয় বানসালের প্রথম মিশন আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠেয় জুনিয়র উইমেন্স এএইচএফ কাপ হকি টুর্নামন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী দল অংশ নেবে। এছাড়া, ঈদের পর ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলের ক্যাম্পের দায়িত্বও বানসালের কাঁধে পড়বে। 

ভারতীয় কোচদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্রোনাচার্য্য খেতাবপ্রাপ্ত ৬০ বছর বয়সী এই কোচ এ কে বানসাল নামে অধিক পরিচিত। ভারতীয় ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ সংস্থার (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার) প্রধান হকি কোচের দায়িত্বে ছিলেন অজয় কুমার বানসাল। ভারতে তিনি শতাধিক খেলোয়াড় তৈরি করেছেন, যারা বিভিন্ন সময়ে ভারতীয় জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। 

আরআইএস 

আরও পড়ুন