• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২২, ২০১৯, ০১:২৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২২, ২০১৯, ০১:২৯ পিএম

২০২০ সালেই অবসরে যাবেন রোনালদো!

২০২০ সালেই অবসরে যাবেন রোনালদো!
টিভিআইকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের সম্ভাব্য সময় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী বছর অর্থাৎ ২০২০ সালেই ফুটবল থেকে অবসর নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

পর্তুগালভিত্তিক টেলিভিশন চ্যানেল টিভি ওয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে সিআর সেভেন জানিয়েছেন, আরও দীর্ঘ সময় ফুটবল খেলার সক্ষমতা থাকলেও হয়তো আগামী বছরই ফুটবলকে তিনি বিদায় বলে দিতে পারেন।

৩৪ বছর বয়সী রোনালদোর বিশ্বাস, অন্তত ৪০ বছর বয়স পর্যন্ত তিনি খেলতে পারবেন। কিন্তু এতদিন ধরে হয়তো তিনি ক্যারিয়ার চালিয়ে যেতে ইচ্ছুক নন বলেই আগামী বছর বুট জোড়া স্থায়ীভাবে খুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। 

তবে অবসর নেয়ার আগের প্রতিটি মুহূর্ত মাঠে উপভোগ করতে চান বলেও জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী এই ফুটবলার। তার অবসরের পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, পর্তুগাল দল নিঃসন্দেহে ৭ নম্বর জার্সিটাকে অনেক মিস করবে।

আরআইএস 

আরও পড়ুন