• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৩:১৫ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ

লঙ্কানদের উড়িয়ে দিয়ে বাংলাদেশের দাপুটে জয়

লঙ্কানদের উড়িয়ে দিয়ে বাংলাদেশের দাপুটে জয়
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ফাইল ফটো

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

রোববার (২৫ আগস্ট) স্থানীয় ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণিতে অনুষ্ঠিত ম্যাচে বেশ দাপট দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে লাল-সবুজের দল।

ম্যাচের প্রথমার্ধেই ৩ গোল করে বসে বাংলাদেশ। ৩২ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করা আল-আমিন। ৪৪, ৬০ আর ৭১ মিনিটে তিনি বাকি গোলগুলো করেন। 

বাংলাদেশের হয়ে ৪২ মিনিটে রাকিবুল, ৪৮ মিনিটে আল মিরাদ এবং ৬৭ মিনিটে গোলাম রাব্বি বাকি তিনটি গোল করেন। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের দল। অপরদিকে,  নেপালের কাছে ২-০ গোলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কা। 

আগামী ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এবারের আশরে মোট ৫টি দল অংশ নিচ্ছে। লীগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে। আগামী ৩১ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

আরআইএস 

আরও পড়ুন