• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৮:৩৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৮:৩৬ এএম

বার্নাব্যুতে জিততে পারলো না রিয়াল

বার্নাব্যুতে জিততে পারলো না রিয়াল
রিয়াল ভায়াদোলিদের সঙ্গে জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ফটো : টুইটার

লা লিগায় এবারের মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শনিবার (২৪ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

নিজেদের ঘরের মাঠে গোল পেতে জিদানের শিষ্যদের ৮২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাফায়েল ভারানের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতরে ঢুকে ডান পায়ের কোনাকুনি শটে করিম বেনজেমা তা জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। এটি লা লিগায় বেনজেমার ১৫০তম গোল। 

ম্যাচ শেষের কয়েক মিনিট আগে গোল পাওয়ায় স্বাগতিক দর্শকরা যখন জয়ের প্রহর গুনছিল, ঠিক তখনই ৮৮ মিনিটের সময় অস্কার প্লানোর বাড়ানো বল পেয়ে থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করলে রিয়াল জয়বঞ্চিত হয়। 

দিনের আরেক ম্যাচে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে সেল্টা ভিগো। গেটাফে ও অ্যাতলেটিকো বিলবাওয়ের ম্যাচটি ১-১ গোলে এবং ওসাসুনা ও এইবারের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।  

আরআইএস 
 

আরও পড়ুন