• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ৩১ চৈত্র ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৯:৫১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৯:৫১ পিএম

ভোরে মাঠে নামছে ব্রাজিল

ভোরে মাঠে নামছে ব্রাজিল
এই ম্যাচ দিয়ে তিন মাস পর জাতীয় দলে ফিরছেন নেইমার। ফাইল ছবি

শনিবার (৭ সেপ্টম্বর) ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে প্রীতি ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। 

এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে অ্যাঙ্কেলের চোটে পড়েন তিনি। যার কারণে মিস করেন কোপা আমেরিকা। প্রায় তিন মাস পর জাতীয় দলের জার্সিতে নেইমারের ফেরার কথা নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ তিতে। 

তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন সে ইনজুরি কাটিয়ে উঠেছে। সবাই জানে, চোটের জন্য কোপা আমেরিকা খেলতে পারেনি নেইমার। সে যদি ফিট হয়ে না উঠতো, তবে অবশ্যই জাতীয় দলে থাকতো না। কোনো খেলোয়াড়ের জন্য ঝুঁকি আছে এমন পরিস্থিতি নিশ্চয়ই আমরা তৈরি করব না।’

এই ম্যাচে অভিষেক হতে পারে ব্রাজিলের আরেক সম্ভাবনাময় তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের। এদিকে ব্রাজিল নিজেদের পূর্ণশক্তির দল নিয়ে খেললেও কলম্বিয়া এই ম্যাচে পাবে না তাদের তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও আর জেমস রদ্রিগেজকে।

এমএইচবি

আরও পড়ুন