• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১০:৫৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ১০:৫৮ এএম

ফাইনালে ভালো কিছুই হবে : মোসাদ্দেক

ফাইনালে ভালো কিছুই হবে : মোসাদ্দেক
আফগানিস্তানের বিপক্ষে জয়ের ফলে ফাইনালের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ দল। ফটো : বিসিবি

ত্রিদেশীয় সিরিজের লীগ পর্বের শেষ ম্যাচে পাঁচ বছর পর টি-টুয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ফলে ফাইনালের আগে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচ হলেও এই জয়ের ফলে দল ছন্দ ফিরে পেয়েছে বলেই দাবি করেছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফাইনালের আগে মোসাদ্দেক বলেন, জয় সব সময়ই আত্মবিশ্বাস জোগায়। ওদের সঙ্গে হিসাবি ক্রিকেট খেলতে হবে, তা আগেই বলেছিলাম। 

তিনি বলেন, ওদের কাছে আমরা অনেক ম্যাচ হেরেছি। তবে এখন ছন্দটা পেয়ে গেছি। গত দুই ম্যাচে আমরা সেটাই খেলেছি। গত দুই ম্যাচে যেভাবে খেলেছি এটা ধরে রাখতে পারলে ফাইনালে আশা করি ভালো কিছুই হবে।

আফগান লেগস্পিনার রশিদ খানের বল খেলতে সম্প্রতি নাজেহাল হতে থাকা ডমিঙ্গোর শিষ্যরা যে তাকে মোটেও ভয় পান না, সেটিও পরিষ্কারভাবে জানিয়ে রাখলেন মোসাদ্দেক। তিনি বলেন, রশিদ খানের ভয়ে ছিলাম এমনটা কখনোই বলিনি। আমি মনে করি না তাকে ভয়ের কিছু আছে। 

আরআইএস 
 

আরও পড়ুন