• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ১২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ১২:২৬ পিএম

রাউলের রেকর্ড ছুঁলেন রোনালদো

রাউলের রেকর্ড ছুঁলেন রোনালদো
ছবি : রয়টার্স

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল পাঁয়ে তার অবিশ্বাস্য দক্ষতা প্রতিনিয়তই মুগ্ধ করে চলে সবাইকে। একের পর এক গোল করে অসংখ্য রেকর্ডও গড়েছেন তিনি। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লীগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তার ক্লাব জুভেন্টাস। 

ইতালিয়ান জায়ান্টদের এই জয়ে ১ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এই এক গোলেই তিনি পুরনো এক রেকর্ডে নাম লিখিয়েছেন। ৮৮ মিনিটে লেভারকুজেনের বিপক্ষে রোনালদোর করা গোলটির মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ৩৩টি ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখান ৩৪ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার।

এর আগে এই কীর্তি গড়েছিলেন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেস। রোনলদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও রয়েছেন তার কাছেই। চ্যাম্পিয়নস লীগে এখন পর্যন্ত ৩২টি ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে গোল করেছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

এমএইচবি

আরও পড়ুন