• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ০৯:৪৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৯, ০৯:৪৩ এএম

ইপিএল

ম্যানইউ-ম্যানসিটির দুঃসহ একদিন

ম্যানইউ-ম্যানসিটির দুঃসহ একদিন
ইপিএলে একইদিন হারের স্বাদ পেয়েছে দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। ফটো : রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে থাকা নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে হেরে গিয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ৪০ বছর পর উলভারহ্যাম্পটনের কাছে হেরে গিয়ে শিরোপা দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে ম্যানচেস্টার সিটি।

রোববার (৬ অক্টোবর) নিউক্যাসেলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তাদের বিপক্ষে ১-০ গোলে হেরে গিয়ে টানা ৫ ম্যাচ জয়হীন থাকলো ম্যানইউ। ম্যাচের ৭২ মিনিটে ইংলিশ মিডফিল্ডার লঙ্গস্টাফ তার অভিষেক ম্যাচেই গোল পেয়ে যান। তার গোলেই হেরে বসে রেড ডেভিলরা।

এদিকে, ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক ম্যাচে আদামা ত্রাওরের জোড়া গোলে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। ১৯৭৯ সালের পর এই প্রথম ইপিএলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথমবার জয় পেল উলভারহ্যাম্পটন।

ম্যাচের ৮০ মিনিটে ত্রাওর গোল করে ইতিহাদের দর্শকদের স্তব্ধ করে দেন। ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ত্রাওর আবারো লক্ষ্যভেদ করে ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।  

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটে নিকোলাস পেপের কর্নার কিক থেকে নেয়া বলে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস। আর তাতেই বর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। 

সাউদাম্পটনের বিপক্ষে তাদের মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছে চেলসি। ম্যাচের ১৭ মিনিটে চেলসিকে এগিয়ে নেন আব্রাহাম। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাউন্ট। এর ৮ মিনিট পর সাউদাম্পটনের হয়ে ব্যবধান কমান ইংলিশ ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস। 

৪০ মিনিটে চেলসির হয়ে গোল করেন কান্তে। তারপর ৮৯ মিনিটে আব্রাহামের বদলি নামা বেলজিয়ান স্ট্রাইকার বাতসুয়াই গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

এখন পর্যন্ত টানা ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ম্যানচেস্টার সিটি ১৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে আর্সেনাল। চেলসি ১৪ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। 

আরআইএস 

আরও পড়ুন