• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১০:২৪ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৯, ১০:২৪ এএম

ইন্টারকে হারিয়ে সবার উপরে জুভেন্টাস 

ইন্টারকে হারিয়ে সবার উপরে জুভেন্টাস 
ইন্টার মিলানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে জুভেন্টাস। ফটো: টুইটার

সিরি এ'র হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে এসেছে টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। 

রোববার (৬ অক্টোবর) রাতে সান সিরোয় অনুষ্ঠিত ম্যাচের ৪ মিনিটেই মিরালেম পিয়ানিচের পাসে বল পেয়ে বাঁ পায়ের শট নেন পাওলো দিবালা। তার নেয়া শট গোলরক্ষকের হাতে লাগার পর বল জালে প্রবেশ করলে লিড পায় তুরিনের বুড়িরা।

জুভেন্টাস অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ডি বক্সের ম্যাথিউস ডি লিটের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। ফলে ম্যাচের ১৮ মিনিটে স্পটকিক থেকে গোল করে ইন্টারকে সমতায় ফেরান লৌতারো মার্টিনেজ। 

ম্যাচের ৮০ মিনিটে রদ্রিগো বেন্তানকুরের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে নেয়া ডান পায়ের কোনাকুনি শটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো হিগুয়েন। 

এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস টেবিলে সবার উপরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া ইন্টার মিলানের ৭ ম্যাচে পয়েন্ট ১৮।

আরআইএস 
 

আরও পড়ুন