• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০২:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০২:৪৩ পিএম

গ্যালারিভর্তি দর্শকদের ধন্যবাদ জানালেন জামাল

গ্যালারিভর্তি দর্শকদের ধন্যবাদ জানালেন জামাল
সংগৃহীত ছবি

কারো মতে এটাই বাংলাদেশের সেরা ম্যাচ। এককভাবে সেরা না হলেও কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের এই ম্যাচটা যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ, তা মানতে দ্বিধা থাকার কথা নয় কারো। এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তবে সুযোগ গুলো কাজে লাগালে ফলাফল ভালো কিছুই হতে পারতো। 

জয় কিংবা ড্র না হলেও এই ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের খেলায় সন্তুষ্ট সবাই। দেশের ফুটবলে যে খানিকটা বদল এসেছে তার প্রমান পাওয়া গেছে কাতারের বিপক্ষে গ্যালারিভর্তি দর্শকে। এখনো যে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা কমেনি সেটা দেখা গেছে বৃহস্পতিবার। দর্শকদের এমন অকুণ্ঠ সমর্থনের জন্য দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।   

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম, আমি জামাল ভূঁইয়া বলছি। আমরা এই মাত্র (শুক্রবার দুপুরে) ভারতের কলকাতায় এসে পৌঁছেছি। এই মাসের ১৫ তারিখ ভারতের বিপক্ষে আমাদের খেলা আছে।’

এসময় কাতারের বিপক্ষে মাঠে আসা দর্শকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তবে এই ভিডিও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য নয়। এটা মূলত সকল ভক্ত-সমর্থকদের ধন্যবাদ দেয়ার জন্য। কাতারের বিপক্ষে ম্যাচে আপনারা সবাই মাঠে এসেছেন, সমর্থন দিয়েছেন। পুরো ম্যাচেই আপনাদের উপস্থিতি ছিলো অসাধারণ। আমি নিজে অনেক উপভোগ করেছি। আমাদের দলের অন্যান্য খেলোয়াড়রাও মুগ্ধ।’

তিনি আরও বলেন, ‘আশা করছি ভবিষ্যতেও আপনাদের এমন সমর্থন পাবো। আপনাদের অসাধারণ সমর্থন ও উপস্থিতির জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা ভারতে খেলা দেখতে আসতে পারছেন না, তারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ্‌ আমরা ৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশে ফিরবো।’

এমএইচবি

আরও পড়ুন