• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৩:৩০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৩:৩০ পিএম

এল ক্ল্যাসিকোর আগে রিয়াল শিবিরে ইনজুরির হানা 

এল ক্ল্যাসিকোর আগে রিয়াল শিবিরে ইনজুরির হানা 
এল ক্ল্যাসিকোর আগে গ্যারেথ বেল ও লুকা মদ্রিচের ফিটনেস নিয়ে শঙ্কিত রিয়াল মাদ্রিদ। ফটো: দ্য সান

আগামী ২৬ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর আগে দলের দুই তারকা লুকা মদ্রিচ ও গ্যারেথ বেলের ফিটনেস নিয়ে এখন বেশি শঙ্কিত হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে এখন পুরো রিয়াল মাদ্রিদ শিবির শঙ্কিত।

ক্রোয়েশিয়া ও ওয়েলসের হয়ে গত রোববার ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মদ্রিচ ও বেল। পূর্ণ অনুশীলনে না থাকলেও দুইজনই জিমওয়ার্কে উপস্থিত ছিলেন। 

ওয়েলস কোচ রায়ান গিগস জানিয়েছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শেষের দিকে বেলের পেশিতে টান পড়ে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, ম্যাচটিতে মদ্রিচ উরুর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ক্লাবের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, তার সুস্থতার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ শনিবার মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে। পরের সপ্তাহেই তারা বার্সেলোনার মুখোমুখি হবে। এর মাঝে গ্যালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জিদানের শিষ্যদের। 

আরআইএস

আরও পড়ুন