• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ১১:২১ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ১১:২১ এএম

ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন সৌদি যুবরাজ সালমান!

ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন সৌদি যুবরাজ সালমান!
ম্যানচেস্টার ইউনাটেডের মালিক হতে মরিয়া হয়ে উঠেছেন সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ফটো : স্পোর্টস বাইবেল

ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের মালিক হতে মরিয়া হয়ে উঠেছেন সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদি রাজ পরিবারের প্রভাবশালী সালমানের ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চাওয়ার বিষয়টিকে বিশেষজ্ঞরাও বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন।  

এর আগেও যুবরাজ সালমান ম্যানইউ কিনতে দুইবার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেজন্য তিনি ৩৮০ কোটি পাউন্ড ব্যয় করতেও সম্মত ছিলেন। এবার নাকি তিনি আরও মোটা অংকের টাকা দিয়ে ক্লাব কেনার প্রস্তাব দিয়ে বসে আছেন।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টস বাইবেল জানিয়েছে, ৪০০ কোটি ইউরোর বিনিময়ে নাকি যুবরাজ সালমান ম্যানচেস্টার ইউনাইটেড কেনার বিষয়ে নতুন প্রস্তাব রেখেছেন। 

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। যুবরাজ সালমানের আগের দেয়া ৩৮০ কোটি পাউন্ডের প্রস্তাবে যদি গ্লেজার পরিবার অলরেডদের মালিকানা হস্তান্তর করতো, তবে তাদের ২২০ কোটি পাউন্ড লাভ হতো। যদিও তারা সেই মোটা অংকে ক্লাব বিক্রিতে সম্মত ছিলেন না বলেই সৌদি যুবরাজ আরও মোটা অংকের লোভনীয় প্রস্তাব দিয়েছেন। 

সৌদি পরিবারের সম্পত্তির পরিমাণ ৮৫ হাজার কোটি পাউন্ড। সেখানে মোটা অংকের অর্থ ব্যয় করতে সৌদি রাজ পরিবারের প্রভাবশালী যুবরাজের কাছে তেমন কোনো ব্যাপার নয়। 

গ্লেজার পরিবার আসলেই ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি যুবরাজের কাছে বিক্রি করবে কি না, সেই বিষয়ে এখনো পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি। তবে জোর গুঞ্জন চলছে, সবকিছু ঠিকঠাকভাবে এগিয়ে যেতে থাকলে আগামী মৌসুমেই নাকি ম্যানইউর নতুন মালিক হিসেবে সালমানকে দেখা যাবে। 

এমনিতে ম্যানচেস্টার ইউনাটেডের সময়টা চলতি মৌসুমে মোটেও ভালো যাচ্ছে না। ৯ ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট মাত্র ১০, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৩তম স্থানে। ১৯৮৯-৯০ মৌসুমের পর ম্যানইউর এমন বাজে শুরু কখনো হয়নি। 

ফুটবলাররা সুবিধা করতে না পারলেই চাকরি হারান কোচ, এমন দৃশ্য ম্যানচেস্টার ইউনাটেডের মতো জায়ান্ট ক্লাবের ক্ষেত্রে এখন বেশ নিয়মিত একটি ঘটনা। কোনোমতে এখনো কোচের চাকরি টিকিয়ে রেখেছেন ওলে গানার সোলসকায়ের।

১৮৭৮ সালে প্রতিষ্ঠিত ম্যানচেস্টার ইউনাইটেড সর্বশেষ রেলিগেশনের স্বাদ নিয়েছিল ১৯৭৪ সালে। অর্থাৎ ৪৫ বছর পর এবং একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো রেলিগেশনের লজ্জায় পড়ার সামনে দাঁড়িয়ে রেড ডেভিলরা। সৌদি আরবের যুবরাজ সালমান ক্লাবটি কিনে নিয়ে পরিবর্তনের হাওয়া লাগিয়ে তাদের হারানো সুদিন ফেরাতে কতটা পারবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

আরআইএস 
 

আরও পড়ুন