• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৮:৪০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৮:৪০ পিএম

ক্রিকেটারদের দ্রুত মাঠে ফিরিয়ে আনতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রিকেটারদের দ্রুত মাঠে ফিরিয়ে আনতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রিকেটে হঠাৎই শুরু হয়েছে আন্দোলনের। সোমবার (২১ অক্টোবর) মিরপুরে সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন। আনুষ্ঠানিকভাবে তাদের কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও মনে করেন, ধর্মঘটের আগে বোর্ডের সঙ্গে কথা বলা উচিত ছিল ক্রিকেটারদের। 

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় ব্যাপারটা নিয়ে আগে বোর্ডকে জানানো উচিত ছিল। তারপরও যেহেতু তারা আন্দোলনে গিয়েছে। আমি বোর্ডের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। আমি তাদের বলেছি যত দ্রুত সম্ভব এই ব্যাপারটি নিয়ে আলোচনা করে ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে আনতে। এই ব্যাপারে তাদের নির্দেশনা দিয়েছি। ’

আরও পড়ুন