• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৯, ০৯:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০১৯, ০৯:৩৪ পিএম

ধর্মঘট নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : মাশরাফী

ধর্মঘট নিয়ে এখনই কোনো মন্তব্য নয় : মাশরাফী
বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে আলোচিত ইস্যু ক্রিকেটারদের ধর্মঘট। সোমবার (২১ অক্টোবর) হঠাৎই ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরণের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দেন তারা। 

মিরপুরে প্রায় শ’খানেক ক্রিকেটার উপস্থিত ছিলেন এই ঘোষণা দেয়ার সময়। যার নেতৃত্বে ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম সারিতে ছিলেন তামিম ইকবাল-মাহমুদুল্লাহ রিয়াদ- মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররাও। তবে সেখানে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। 

ক্রিকেটারদের ধর্মঘটের ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে নারাজ তিনি। বিবিসি বাংলাকে মাশরাফী বলেন, ‘যখন ক্রিকেট নিয়ে কথা বলবো তখন ক্রিকেটের কথা, এখন ক্রিকেট নিয়ে কথা নয়। এখন এই বিষয়ে কোনো কথা বলবো না। বিশ্বকাপের পরে আর ক্রিকেট নিয়ে কথা বলছিনা আমি, আবার যখন ফিরবো তখন কথা হবে।’

এমএইচবি

আরও পড়ুন