• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৮:৩৮ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০৮:৩৮ এএম

আন্দোলন নিয়ে আমাকে কিছুই জানানো হয়নি : মাশরাফী 

আন্দোলন নিয়ে আমাকে কিছুই জানানো হয়নি : মাশরাফী 
মাশরাফী বিন মোর্ত্তজা। ফাইল ফটো

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে সামিল হয়েছেন জাতীয় দল ও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা প্রায় সব ক্রিকেটাররা। কিন্তু ধর্মঘটের ডাক দেয়া সংবাদ সম্মেলনে দেখা যায়নি জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।

স্বাভাবিকভাবেই অনেকের মনে তাই প্রশ্ন জেগেছিল মাশরাফী কেন মিরপুরে সংবাদ সম্মেলন থেকে তো ক্রিকেটীয় কর্মকান্ড থেকেই নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণার সময় উপস্থিত ছিল না? তবে মাশরাফী শেষ পর্যন্ত তাকে নিয়ে চলা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অনুপস্থিতির কারণ সম্পর্কে দেশবাসীকে অবহিত করেছেন।

সোমবার (২১ অক্টোবর) রাত ১১টা ৩৭ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফী লিখেছেন- ‘অনেকেই প্রশ্ন করছেন যে, দেশের ক্রিকেটের এমন একটি দিনে আমি কেন উপস্থিত ছিলাম না। আমার মনে হয়, প্রশ্নটি আমাকে না করে, ওদেরকে করাই শ্রেয়। এই উদ্যোগ সম্পর্কে আমি একদমই অবগত ছিলাম না। নিশ্চয়ই বেশ কিছু দিন ধরেই এটি নিয়ে ওদের আলোচনা ছিল, প্রক্রিয়া চলছিল। কিন্তু এ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সংবাদ সম্মেলন দেখে আমি ওদের পদক্ষেপ সম্পর্কে জানতে পেরেছি।’

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফী বিন মোর্ত্তজার স্ট্যাটাস। 

‘ক্রিকেটারদের নানা দাবির সঙ্গে আমি আগেও একাত্ম ছিলাম, এখনও আছি। আজকের পদক্ষেপ সম্পর্কে আগে থেকে জানতে পারলে অবশ্যই আমি থাকতাম।’

‘মিডিয়ায় ওদের খবর দেখার পর থেকে হাজারবার আমার মাথায় এই প্রশ্ন এসেছে, যে কেন আমাকে জানানো হলো না। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন। কিন্তু আমি নিজেও জানি না, কেন জানানো হয়নি।’

‘তবে আমার ঊপস্থিত থাকা কিংবা না থাকার চেয়ে, ১১ দফা দাবি বাস্তবায়িত হওয়াই বড় কথা। সবকটি দাবিই ন্যায্য, ক্রিকেট ও ক্রিকেটারদের মঙ্গলের জন্য জরুরি। আমি মাশরাফী বিন মোর্ত্তজা, ১১ দফা দাবি শান্তিপুর্ন ভাবে বাস্তবায়িত হওয়ার পক্ষে আছি, থাকবো।’

আরআইএস  
 

আরও পড়ুন