• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৩:২৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৩:২৬ পিএম

বিপিএলে ভারতীয় খেলোয়াড় আনার ব্যাপারে আলোচনা হবে : পাপন

বিপিএলে ভারতীয় খেলোয়াড় আনার ব্যাপারে আলোচনা হবে : পাপন
নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) পুরো বিশ্বেরই সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ। বর্তমানে অনেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে এই লীগে খেলার। বিশ্বের নামী-দামী সব ক্রিকেটারদের মিলনেমেলা বসে এই লীগে। সব দেশ থেকে ক্রিকেটাররা আইপিএল খেলতে আসলেও ভারতীয় ক্রিকেটারদের এই লীগ ছাড়া বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লীগে দেখা যায় না। 

তবে এবার তাদের বাংলাদেশের প্রিমিয়ার লীগে (বিপিএল) আনার চেষ্টা চালানোর কথা জানিয়েছে বিসিবি। শনিবার (৯ নভেম্বর) বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের আনার ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। 

তিনি বলেন, ‘ওরাতো তাদের ক্রিকেটারদের বাইরে খেলতে দেয়না, তাই বিপিএলে কিছু খেলোয়াড় আনা যায় কিনা এ ব্যাপারে আলোচনা হবে। যদি আনা যায় খুব ভালো হবে আমাদের জন্য। বঙ্গবন্ধু বিপিএলে কোন কোন খেলোয়াড় আনা যায় সেটাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

বঙ্গবন্ধু বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পাপন বলেন, ‘একটা টুর্নামেন্ট চলায় পাকিস্তানি ক্রিকেটাদের পাওয়া যাবেনা তাই ভারত, শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আফগানিস্তান থেকে কয়েকজন স্পিনার নিবো কিন্তু দল সাজাতে ভারতীয়দের লাগবে।’

এমএইচবি

আরও পড়ুন