• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৩:৫৩ পিএম

টাইগারদের দুশ্চিন্তার নাম গোলাপি বল

টাইগারদের দুশ্চিন্তার নাম গোলাপি বল
ইডেন টেস্টে ব্যবহৃত হবে এসজি বল। ফটো : রয়টার্স

ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে ২২ থেকে ২৬ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। বিসিসিআইয়ের প্রস্তাবের প্রেক্ষিতে ইডেনে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামবে টাইগাররা।

দিবারাত্রির টেস্টে গোলাপি বলে খেলার প্রথম অভিজ্ঞতাও একইসঙ্গে পেতে চলেছে বাংলাদেশ দল। তবে এই গোলাপি বলই এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

দিবারাত্রির টেস্টে এখন পর্যন্ত যত ম্যাচ হয়েছে তার সবকটিতে ব্যবহার করা হয়েছে কোকাবোরা বল। কিন্তু ইডেন টেস্টে ব্যবহৃত হবে এসজি বল। এই বল কেমন আচরণ করবে, তা নিয়ে শঙ্কা থাকছেই।

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, গোলাপি বলে কালো সুতা খুব একটা কার্যকর নাও হতে পারে। কৃত্রিম আলোয় হুট করে চোখের আড়াল হয়ে যেতে পারে বল। 

পেসার এবাদত হোসেনের শঙ্কা, সাদা রংয়ের সুতার ক্ষেত্রেও হতে পারে একই চিত্র। পাশাপাশি তিনি এও বলেন, প্রথম টেস্ট শেষ হলে পরে গোলাপি বল নিয়ে ভাববো। দুই টেস্ট নিয়ে এক সঙ্গে কাজ করতে গিয়ে তালগোল পাকাতে চাই না।

আরআইএস 
 

আরও পড়ুন