• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৫:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৯, ২০১৯, ০৫:৩৯ পিএম

‘মাহমুদুল্লাহর নেতৃত্বে ধোনির ছাপ দেখা গেছে’

‘মাহমুদুল্লাহর নেতৃত্বে ধোনির ছাপ দেখা গেছে’
মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে বরাবরই নিজের অধিনায়ক সত্ত্বার প্রমান দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলে কখনোই পাননি নিয়মিত অধিনায়কত্বের ভার। তবে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমান করেছেন তিনি। চলতি ভারত সফরেও নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের পরিবর্তে অধিনায়ক হয়েছেন রিয়াদ। 

নিজেকে প্রমানও করেছেন এই অলরাউন্ডার। তার নেতৃত্বেই প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টিতে হারিয়েছে বাংলাদশ। যদিও দ্বিতীয় ম্যাচে আবার হেরেছে বড় ব্যবধানে। তবুও ভারতের সাবেক পেসার ইরফান পাঠান রিয়াদের মধ্যে দেখেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো মহেন্দ্র সিং ধোনির ছাপ। 

এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বের একটি সেরা দলের বিপক্ষে যখন আপনি ম্যাচ জিতবেন, এটা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ম্যাচের সময় তার পরিবর্তনগুলো দেখলে বোঝা যাবে অধিনায়ক হিসেবে কি দারুণ নেতৃত্বগুণ দেখিয়েছেন মাহমুদউল্লাহ।’

বাংলাদেশ অধিনায়কের কোন দিকটি ঠিক ধোনির মতো সেটিও আলাদা করে জানালেন ইরফান পাঠান। তার ভাষায়, ‘ধোনির নেতৃত্বের একটা ছাপ দেখা গেল তার পার্টটাইম বোলার ব্যবহারে। ধোনিকেও প্রায়শই পাওয়ার প্লে’র পর পার্টটাইম বোলার ব্যবহার করতে দেখা যায়।’

এমএইচবি

আরও পড়ুন