• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ১১:০০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ১১:০০ এএম

ফেসবুক লাইভে মাশরাফী

ভারতের সাথে আমাদের ফিনিশিংয়ের যথেষ্ট অভাব ছিল

ভারতের সাথে আমাদের ফিনিশিংয়ের যথেষ্ট অভাব ছিল
দারাজের ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইনের উদ্বোধন করার পর ফেসবুক লাইভে মাশরাফী বিন মোর্ত্তজা। ফটো : সংগৃহীত

ক্রিকেটারদের ধর্মঘটের পর দলের সেরা তারকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ধাক্কা, তারকা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতি এবং দিল্লির বিষাক্ত বাতাসের মতো প্রতিকূলতার মাঝেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে বিশাল জয় পেয়েছিল টাইগাররা। পরের দুই ম্যাচ হেরে পরাজয়ের স্বাদ পেলেও সিরিজে বাংলাদেশ যে প্রতিদ্বন্দ্বিতা গড়ছিল, তা ভারতীয় দলও কল্পনা করতে পারেনি।

ভারতের বিপক্ষে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা দেখে মুগ্ধ হয়েছেন লাল-সবুজের দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। একইসঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসিয়েছেন নড়াইল এক্সপ্রেস।

দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজের ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইনের উদ্বোধন করার পর ফেসবুক লাইভে মাশরাফী বলেন, ভারতের সাথে আমাদের ফিনিশিংয়ের যথেষ্ট অভাব ছিল। এমন পরিস্থিতিতেও রিয়াদ যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে সত্যি সে প্রশংসার দাবিদার। আমি আশা করি বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাচগুলোতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে আরও সামনের দিকে নিয়ে যাবে রিয়াদ।

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন অনিবার্য সদস্য এবং তার বিকল্প ভাবা সম্ভব নয় এমন বাস্তবতা উল্লেখ করার পাশাপাশি মাশরাফী আরও বলেন, আমার কাছে সাইফউদ্দিনকে খুব ভালো লেগেছে। আমার মনে হয় ধারাবাহিকভাবে খেললে সাকিবের অভাব সাইফ পূরণ করতে পারবে। 

আরআইএস 

আরও পড়ুন