• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০১:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০১:৩৪ পিএম

নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন ওয়াটসন

নতুন দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন ওয়াটসন
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শেন ওয়াটসনের কাঁধে আরোপিত হয়েছে নতুন দায়িত্ব। অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। গত সোমবার সিডনিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। 

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ৫৯ টেস্ট, ১৯০ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন ওয়াটসন। ১০ সদস্যের এই কমিটিতে সাবেক এই অজি তারকার সঙ্গে থাকছেন বর্তমান ক্রিকেটার প্যাট কামিন্স, ক্রিস্টেন বিমাস ও সাবেক ক্রিকেটার লিসা স্থেলকার।

নতুন এই দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করছেন বলে টুইটারে জানিয়েছেন ওয়াটসন। তিনি বলেন, ‘আমি সত্যি সম্মানিত বোধ করছি এসিএ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যা আমাকে ভবিষ্যতেও ক্রিকেটের সাথে সম্পৃক্ত রাখবে। আমার আগে যারা ছিলেন তাদের অভাব পূরণ করার বড় দায়িত্ব আমার উপর। আমি মনে করি এটা আমার জন্য সুযোগ যে খেলাটা আমাকে এত কিছু দিয়েছে তার জন্য কিছু করার।’

এছাড়া আনুষ্ঠানিক বিবৃতিতে কয়েক দিন আগেই ক্রিকেটারদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির প্রশংসা করেন ওয়াটসন। তিনি বলেন,‘বিপুল পরিবর্তনের সময়টাতে আমাদের ক্রিকেটাররা আমাদের ক্রিকেটের জন্য ভালো হয় এমন কিছুতে নিজেদের কণ্ঠস্বর জাগ্রত করেছে এবং করবে। এছাড়া নতুন নীতিতে অন্যান্য অনেক পরিবর্তনের মাঝে অস্ট্রেলিয়ান নারীদের আশ্বস্ত করে যে ক্রিকেট এমন একটি খেলা যা এখন আপনাকে এবং আপনার পরিবারকে সমর্থন করতে পারে।’

এমএইচবি

আরও পড়ুন