• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৪:৫২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৪:৫৩ পিএম

সাকিব ছিলেন র‌্যাংকিংয়ের এক নম্বরে, এখন হয়ে গেলেন উধাও

সাকিব ছিলেন র‌্যাংকিংয়ের এক নম্বরে, এখন হয়ে গেলেন উধাও
সাকিব আল হাসান। ফাইল ছবি

২৯ অক্টোবর ২০১৯। সূর্যকিরণ তখন লুকিয়ে গেছে, ধীরে ধীরে নামতে শুরু করেছে আঁধার। সেসময়েই এলো আইসিসির ঘোষণা। বিষণ্ন করে দিলো চারপাশ। পুরো দেশের যেদিকেই তাকায়, সেদিকেই শরগোলের ভীড়ে কেমন অজানা শূণ্যতা। ব্যাপারটা অবশ্য খুব বেশিক্ষণ জানার বাইরে থাকেনি। 

খানিক সময় গড়ানোর পরই জানা গেছে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন করেছেন সাকিব, তাতেই তার উপর নেমে এসেছে এক বছরের নিষেধাজ্ঞার খড়গ। আর ওই সময়ে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব ছিলেন এক নম্বরে, টি-টোয়েন্টি দুই আর টেস্টে তিনে। 

সাকিব আল হাসান নিষিদ্ধ হবার পর আইসিসি টি-টোয়েন্টিতে র‍্যাংকিংয়ে হালনাগাদ করেছিলো সোমবার (১১ নভেম্বর)।যেখানে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার উপরের নামটা ছিল আফগান মোহাম্মদ নবীর। বহু খোঁজাখুজির পরও সেখানে খোঁজে পাওয়া যায়নি সাকিবের নাম। বুঝা গেছে তার নাম মুছে দিয়েছে আইসিসি। 

মঙ্গলবার আবার আইসিসি আলনাগাদ করেছে ওয়ানডে র‍্যাংকিং। যেখানে আগে শীর্ষে থাকা সাকিব নেই কোনখানে। ৩১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩০৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। ৩ নম্বরে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের রেটিং পয়েন্ট ২৯৫।

এমএইচবি

আরও পড়ুন