• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৬:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৬:৪৫ পিএম

শিরোপার আরও কাছে খুলনা

শিরোপার আরও কাছে খুলনা

আগে ছয়বার শিরোপা উঁচিয়ে ধরেছে খুলনা। আরও একবার তাদের সামনে এসেছে সেই  সুযোগ। জাতীয় লীগের পঞ্চম রাউন্ডে রাজশাহীর সঙ্গে ড্র করার পর শেষ রাউন্ডে ঘরের মাঠে ঢাকা বিভাগের বিরুদ্ধে ড্র করতে পারলেই রেকর্ড সপ্তমবারের মতো জাতীয় লীগের চ্যাম্পিয়ন হবে খুলনা। 

চতুর্থ দিন সকালে ফরহাদ রেজার বোলিং তোপে খুলনা গুটিয়ে যায় ২০১ রানে। দিনের ৬ ‍উইকেটই নিয়েছেন এ পেসার। ৫০ রানে পিছিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই ড্র মেনে নেন দুদলের অধিনায়ক। অভিষেক মিত্র করেন সর্বোচ্চ ৫১ রান। ৪ উইকেট শিকার করেন রাজ্জাক। 

পাঁচ ম্যাচ শেষে খুলনার পয়েন্ট ২৯.৯৬। এদিকে বগুড়ায় প্রথম স্তরের অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে ড্র করেছে ঢাকা। তাতে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নাদিফ চৌধুরীর দল। অনেকটা পিছিয়ে ঢাকার পয়েন্ট ২৪.১। 

অন্যদিকে তিন দিনই বৃষ্টিতে ভেসে যাওয়া বরিশাল ও চট্টগ্রামের মধ্যেকার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল। জবাবে চট্টগ্রাম মাত্র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তোলার পর ড্র হয়ে যায় ম্যাচটি। বরিশালের সোহাগ গাজী ৩০ বলে করেন ৪৪ রান। হাঁকান চারটি ছয় ও তিনটি চার। চট্টগ্রামের ওপেনার পিনাক ঘোষ ১৫ বলে করেন ৩০। এ বাঁহাতির ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছয়ের মার।

এদিকে দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ড্র করেছে ঢাকা মেট্টো ও সিলেট। মঙ্গলবার (১২ নভেম্বর)  শেষ দিনে ঢাকা মেট্টো দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৫ রান ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে সিলেট ৪ উইকেটে ১৮১ রান করে। এর আগে ঢাকা মেট্রো প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৮ উইকটে ৩১১ রান নিয়ে। জবাবে প্রথম ইনিংসে সিলেট ৩৫১ রানে অলআউট হয়। 

৩৫৬ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ইমতিয়াজ হোসাইনের উইকেট হারালেও শানাজ আহমেদ ও তৌফিক খানের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৮১ রান তোলার পর দুই দলই ড্র মেনে নেয়।

এমএইচবি

আরও পড়ুন