• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৭:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৮:০৬ পিএম

এই ব্যথা সহ্য করার মতো না : ট্রেন দুর্ঘটনায় রিয়াদ

এই ব্যথা সহ্য করার মতো না : ট্রেন দুর্ঘটনায় রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

বুলবুল ঘূর্ণিঝড়ের আতঙ্ক শেষ হয়েছে তখনও ৭২ ঘণ্টা পেরোয়নি। এর মধ্যে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে হয়তো অনেকে হতভম্ব হয়ে গেছেন অনেকে। ব্রাহ্মণবাড়িয়ায়র কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনেরে সংঘর্ষে ১৬ জন নিহত হয়, শতাধিক মানুষ আহতও হয়েছে। 

এই দূর্ঘটনায় মর্মাহত পুরো দেশের মানুষ। শোকে মূহ্যমান চারপাশ। যার থেকে ব্যতিক্রম নয় ভারত সফররত বাংলাদেশের ক্রিকেটাররাও। ব্রাহ্মণবাড়িয়ার এই দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমি স্তম্ভিত এবং দুঃখভারাক্রান্ত। এই ব্যথা সত্যিই অসহনীয়। এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি আমার দোয়া এবং সহমর্মিতা রইলো।’

এমএইচবি

আরও পড়ুন