• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৩০ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৮:৩০ এএম

বাফুফের বহু কাক্ষিত এজিএম ১৬ নভেম্বর

বাফুফের বহু কাক্ষিত এজিএম ১৬ নভেম্বর
রাজধানী ঢাকায় অবস্থিত বাফুফে ভবন। ফটো : সংগৃহীত

গত ৯ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল পার হয়ে খুলনার উপকূলবর্তী এলাকা দিয়ে বয়ে গিয়ে শেষ হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলের দোহাই দিয়ে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) পেছানো হয়েছিল। 

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এজিএম পেছানোর বিষয়ে গণমাধ্যমকে বলেছিলেন, আবহাওয়াজনিত কারণ মাথায় রেখেই আমরা পরবর্তী কর্মসূচি আমাদের এজিএমসহ অন্যান্য প্রোগ্রামগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি গঠনের ৩ বছর পার হলেও এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব শেষ হয়ে যাওয়ার পরেও সেই কারণ দেখিয়ে এজিএম পেছানোয় চলতে থাকে ব্যাপক সমালোচনা।

তবে শেষ পর্যন্ত বহু কাক্ষিত এজিএম গাজীপুরের সারা রিসোর্টে নির্ধারিত ১৬ নভেম্বরেই অনুষ্ঠিত হবে বলে বাফুফে নিশ্চিত করেছে। বাফুফের সব কাউন্সিলররা এতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। 

ফিফা ও এএফসি’র কর্মকর্তারাও এজিএমে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এজিএমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানা গেছে।

আরআইএস 
 

আরও পড়ুন