• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৩:২৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০৩:৩৪ পিএম

আর্জেন্টিনার এটা পেনাল্টি ছিল না : ব্রাজিল কোচ

আর্জেন্টিনার এটা পেনাল্টি ছিল না : ব্রাজিল কোচ
শুক্রবারের ম্যাচে ব্রাজিল কোচকে চুপ থাকতে বলেছিলেন লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সুপার ক্লাসিকো। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। এতেই আঁচ করা যায় এই ম্যাচে থাকবে উত্তেজনা আর উত্তাপ। এই বছরের শেষ সুপার ক্লাসিকোতে শুক্রবার রাতে সৌদি আরবে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দী দুই দেশ। যেখানে পেনাল্টি মিসের পর ফিরতে শটে লিওনেল মেসির করা একমাত্র গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। 

ম্যাচের পর ব্রাজিল কোচ তিতে দাবি করেছেন মেসিকে ফাউল করায় দেয়া ওই পেনাল্টি ঠিক ছিল না। তিনি বলেন, ‘আমি পরিষ্কার দেখিনি। আমি জানি, কিছু কথা উঠেছে যে ওটা পেনাল্টি ছিল না। আমার মতেও এটা পেনাল্টি নয়।’

এই ম্যাচে নাকি ব্রাজিল কোচকে চুপ থাকতেও বলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। আর এই জন্য মেসির হলুদ কার্ড দেখা উচিত ছিল বলে দাবি তার, ‘আমি অভিযোগ করেছি, কারণ তাকে (মেসি) হলুদ কার্ড দেখানো উচিৎ ছিল। সে আমাকে বলেছে চুপ থাকতে এবং আমিও তাকে চুপ থাকতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। ম্যাচে একটা শক্ত রেফারি দরকার অন্যথায় সবকিছু কঠিন হয়ে পড়ে। তার কার্ড দেখানো উচিৎ ছিল। অভিযোগ করে আমি ঠিকই করেছি।’

এমএইচবি

আরও পড়ুন