• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৬:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৬:১৮ পিএম

বিশ্বরেকর্ড গড়ে হৃদয়ের হ্যাটট্রিক সেঞ্চুরির দিনে জিতেছে যুবারা

বিশ্বরেকর্ড গড়ে হৃদয়ের হ্যাটট্রিক সেঞ্চুরির দিনে জিতেছে যুবারা
তৌহিদ হৃদয়। ফাইল ছবি

টানা তিন ম্যাচে সেঞ্চুরি। যুবাদের ক্রিকেটে এর আগে যেটা করতে পারেনি কেউ। তৌহিদ হৃদয় করলেন সেটাই, গড়লেন বিশ্বরেকর্ড। বয়সভিত্তিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তার হ্যাটট্রিক করার দিনে জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলও। সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কান যুবাদের ৪-০তে হারিয়ে করেছে হোয়াইট ওয়াশ। প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) কক্সবাজারে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৩ চার ও ৫ ছক্কায় ১০২ বলে ১১১ রান করেন তৌহিদ হৃদয়। সঙ্গে প্রান্তিক নওরোজ নাবিল করেন ৬৫ রান। লঙ্কান যুবাদের সামনে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রানের লক্ষ্যে ছুঁড়ে দেয়া খুদে টাইগাররা। 

জবাব দিতে নেমে স্কোরকার্ডে ৭ রান তুলতেই দুই উইকেট হারিয়ে ফেলে লঙ্কান যুবারা। সেই ধারাবাহিকতা ধরে রাখে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৮৪ রানে আসে রবিন্দ্র রাসান্থার ব্যাট থেকে। তারা অলআউট হয় ২৩৩ রানে, ম্যাচ হারে ৫০ রানে। বাংলাদেশের পক্ষে শাহিন আলম ও হাসান মুরাদ পান দুইটি করে উইকেট। ‍

এমএইচবি

আরও পড়ুন