• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৭:২১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৭:২১ পিএম

‘বিপিএল দিয়ে শুরু হয়েছিল,এটা দিয়েই ফিরতে চাই’

‘বিপিএল দিয়ে শুরু হয়েছিল,এটা দিয়েই ফিরতে চাই’
ঢাকা প্লাটুন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশে কম বলে বেশি রান করা ব্যাটসম্যান আছেন হাতে গুনা কয়েক জন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অন্তত ১০ ইনিংস ব্যাট করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ১৩০ এর বেশি স্ট্রাইক রেট আছে মাত্র দুই জনের। ২৫ ইনিংসে লিটন দাসের স্ট্রাইক রেট ১৩৮.০৫ ও ৩৯ ইনিংসে ব্যাট হাতে নামা মাশরাফি ১৩৬.১০ স্ট্রাইক রেটে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা তাই হন্যে হয়ে খুঁজছেন একজন মারকুটে ব্যাটসম্যান। এনামুল হক বিজয় দিচ্ছেন সেই প্রতিশ্রুতিই। রোববার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, স্ট্রাইক রেটটা রাখতে চান ১৪০ এর কাছাকাছি। 

তার ভাষায়, ‘আমার ক্ষেত্রে বিশেষ ভালো লাগা কাজ করে বিপিএলকে ঘিরে। কেননা পাঁচ-ছয়টা বিপিএলের মধ্যে তিনটা বিপিএলে আমি চ্যাম্পিয়ন দলে ছিলাম। সেভাবে অবদান রাখতে পেরেছি। এটা পারফর্ম করার জন্য দারুণ জায়গা আমার জন্যে। চেষ্টা করব এখানে আরও বেশি ভালো করার। দল জেতাতে যদি ১৪০ স্ট্রাইক রেট রাখতে হয়, তাহলে সেটা রাখার চেষ্টা করব।’

ব্যক্তিগত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন,‘ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে অনেক পরিকল্পনা থাকে। কে কীভাবে খেলবে, কত ভালো খেলবে, দলের জন্য কতটুকু অবদান রাখতে পারবে। অবশ্যই পরিকল্পনা থাকবে। আমাদের সবারই। আমার নিজেরও আছে। দলের জয়ে কীভাবে অবদান রাখব। আসলে বিপিএল দিয়েই আমার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল। এখানে ভালো পারফর্ম করে আমি যেন আবারো জাতীয় দলে জায়গা করে নিতে পারি। এটা আমার জন্য ভালো মঞ্চ। শুধু আমার জন্য না। প্রত্যেকটা ক্রিকেটারের জন্যই এটা দারুণ একটি মঞ্চ।’

এমএইচবি

আরও পড়ুন